বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার সকাল ১১ টায় বগুড়া সদর থানার শহরের খান্দার বিল পশ্চিমপাড়া থেকে ১ কেজি গাঁজাসহ রেবা বেগম (৫৬) এবং মহাস্থান এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ হাবিবুর রহমানকে (১৯) গ্রেফতার করা হয়।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ মো. আছলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। ১ কেজি গাঁজাসহ গ্রেফতারকৃত নারী বগুড়া শহরের মালগ্রাম উত্তরপাড়ার আব্দুর রহমান ওরফে লালু মিয়ার স্ত্রী রেবা বেগমের নামে একাধিক মামলা রয়েছে। সে ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরেই কৌশলে গাঁজা বিক্রি করে আসছিল।
জেলা পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞার দিক নির্দেশনায় বিকাল ৪টায় জেলার শিবগঞ্জ থানাধীন মহাস্থান এলাকায় অভিযান চালিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী থানার শঠিবাড়ি (হাছনাবাদ ইউপি) আব্দুস সোবাহানের পুত্র হাবিবুরকে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। সে বাসে করে কুড়িগ্রাম থেকে বগুড়ায় এসেছিল। দুটি থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2024 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.