বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নতুন করে আরও ৩ শিশুসহ ৩৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত হলো ৬ হাজার ৮৮৩ জন। নতুন করে ৪১ জনের সুস্থতা নিয়ে মোট সুস্থ হলেন ৫ হাজার ৮৪২ জন। শনিবার নতুন করে কেউ করোনায় মারা যায়নি।
বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম জানান, নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ২১ জন, নারী ১৩ জন ও শিশু রয়েছে ৩ জন। আর জেলা সদর উপজেলায় ২৯ জন, শাজাহানপুর ৪জন, আদমদীঘি ২ জন এবং সোনাতলা ২ জন আক্রান্ত হয়েছেন।