Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

রাজবাড়ীতে আরও ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে নতুন করে ৫১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২৭৮৯। আক্রান্তদের মধ্যে ১৮৪৬ জন সুস্থ হয়েছে। শনিবার দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২ সেপ্টেম্বর রাজবাড়ীতে করোনা উপসর্গ নিয়ে ১০৭ জনের নমুনা ঢাকায় প্রেরণ করা হয়। শনিবার দুপুরে সেখান থেকে ৫১ জন পজেটিভ হয় বলে জানা যায়। আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ২৯ জন, পাংশা উপজেলায় ৫ জন, কালুখালী উপজেলায় ৫ জন, গোয়ালন্দ উপজেলায় ১২ জন রয়েছে।

Exit mobile version