Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনাভাইরাস সংক্রমণের রেকর্ডে বিশ্বের তৃতীয় দেশ ভারত

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যায় ৪০ লাখের গণ্ডী পার করেছে ভারত। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর সংক্রমণের রেকর্ডে বিশ্বের তৃতীয় দেশ ভারত।

প্রত্যেকদিন প্রায় ১০ লাখ টেস্ট হচ্ছে ভারত জুড়ে। আর তার সঙ্গেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৬,৪৩২।
এই মুহূর্তে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪০,২৩,১৭৯। গত ২৪ ঘণ্টায় করোনায় মোট মৃতের সংখ্যা ১০৮৯। মৃতের সংখ্যা গিয়ে পৌঁছেছে ৬৯,৫৬১ জনে। তবে ৩১ লাখ মানুষ সুস্থ হয়ে উঠেছেন।

ভারতের অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। ভারতের মোট আক্রান্তের ৬২ শতাংশই এই পাঁচ রাজ্য থেকে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২৫ হাজার ৯৬৪ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৭ হাজার ৬৮৭ জন, কর্ণাটকে ৬ হাজার ১৭০ জন এবং দিল্লিতে ৪ হাজার ৫১৩ জন।

Exit mobile version