বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ৮ লাখ ৭৮ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক : মহামারি করোনায় সারাবিশ্বে এখন পর্যন্ত ৮ লাখ ৭৮ হাজার ৯৬৩ জনের মৃতু্য হয়েছে। আক্রান্ত হয়েছেন ২ কোটি ৭৯ লাখ ৫ হাজার ৭০১ জন। এতে সুস্থ হয়েছেন ১ কোটি ৮৯ লাখ ৭ হাজার ৪৭ জন।

শনিবার সকাল ১০টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী এই সংখ্যা জানা গেছে।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৯২ হাজার ১১১ জন। সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশেই। এ নিয়ে ৬৩ লাখ ৮৯ হাজার ৫৭ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ৯১ হাজার ৮০১ জন এবং এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ২৫ হাজার ৫৮৪ জন।

করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৯ হাজার ৬৩৫ জন। আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ২০ হাজার ২৩৯ জন।

সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে যুক্তরাষ্ট্র (৩৬ লাখ ৩৫ হাজার ৮৫৪ জন), দ্বিতীয় ব্রাজিল (৩২ লাখ ৭৮ হাজার ২৪৩ জন), এবং তৃতীয় ভারত (৩১ লাখ ৪ হাজার ৫১২ জন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *