বিনামূল্যে দেখা যাবে ১০ সিনেমা-সিরিজ নেটফ্লিক্সে

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। ঘরবন্দি জীবন কাটাচ্ছেন সিংহভাগ মানুষ। অনেকের কাছেই ঘরবন্দি এই জীবন হয়ে উঠেছে চরম অস্বস্তিকর। এমন সময় সুখবর দিচ্ছে অনলাইন প্লাটফর্ম নেটফ্লিক্স। প্লাটফর্মটি সিরিজ ও সিনেমা মিলিয়ে ১০টি কনটেন্ট একদম ফ্রি করে দিয়েছে।

‘ওয়াচ ফ্রি’ লিস্টে যা যা আছে:

বার্ড বক্স (থ্রিলার জাতীয় সিনেমা)
দ্য বস বেবি: ব্যাক ইন বিজনেস (সিরিজ)
এলিট (সিরিজ)
গ্রেস অ্যান্ড ফ্রাঙ্কি (সিরিজ)
লাভ ইজ ব্লাইন্ড (সিরিজ)
মার্ডার মিস্ট্রি (সিনেমা)
আওয়ার প্ল্যানেট (সিরিজ)
স্ট্রেঞ্জার থিংস (সিরিজ)
দ্য টু পোপস (সিনেমা) ও
হোয়েন দে সি আস (সিরিজ)

 

গেজেটস থ্রি সিক্সটিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেটফ্লিক্সের মুখপাত্র বলেছেন, ‘আমরা নেটফ্লিক্স পরিবারকে আরও বড় করতে বিভিন্ন প্রচারণার কৌশলগুলো ঝালিয়ে দেখছি। সিনেমাগুলো পুরোটাই দেখা যাবে। তবে সিরিজগুলোর কেবল প্রথম এপিসোডগুলো দেখা যাবে। আশা করি, দর্শক প্রথম এপিসোড দেখে বাকিগুলোও দেখতে চাইবেন। আর আমাদের পরিবারকে আরও বড় করবেন। আর এগুলো দেখার জন্য আপনাকে কোথাও সাইনআপ বা লগইন করতে হবে না। কেবল দুটো ক্লিকই যথেষ্ট।’

বাংলাদেশ থেকে এই কনটেন্টগুলো দেখা যাবে https://www.netflix.com/bd/watch-free এই ঠিকানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *