সিএসকে-মুম্বাই আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে

অনলাইন ডেস্ক : আইপিএলের প্রথম ম্যাচে সিএসকে’র সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুম্বাই ইন্ডিয়ান্স। রবিবার আইপিএলের আইপিএলের গভর্নিং কাউন্সিল গণমাধ্যমকে এ ঘোষণা দেন। এরআগে আইপিএল’র চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল আজ সূচি ঘোষণা করা হবে বলে ঘোষণা দেন।

আয়োজক কমিটি আপাতত গ্রুপ পর্বের ৩ নভেম্বর অবধি সূচি প্রকাশ করে। বাকি সূচি পরে জানানো হবে বলে জানিয়েছেন তারা। আবুধাবিতে সিএসকে বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা খচিত দ্বৈরথের মাধ্যমে টুর্নামেন্টের সূচনা হবে বলে জানান আয়োজনক কমিটি।
১৯ সেপ্টেম্বর শনিবার টুর্নামেন্টের উদ্বোধন আবু ধাবিতে হওয়ার পর রবিবার দুবাই প্রথম ম্যাচ দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে। সোমবার মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার আইপিএলের ভেন্যু আবার বদলে যাচ্ছে আবুধাবিতে। রাজস্থান রয়্যালস মোকাবিলা করবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। কেকেআরের প্রথম ম্যাচ আবু ধাবিতে। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স।

সূচি অনুযায়ী ১০টি ডাবল হেডার রয়েছে। অর্থাৎ ১০ দিন দুটো করে ম্যাচ হবে। সেই ক্ষেত্রে প্রথম ম্যাচ শুরু হবে স্থানীয় সময় অনুযায়ী দুপুর ২টায় (ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টায়)। সন্ধ্যের ম্যাচ শুরু হচ্ছে ভারতীয় সময় অনুযায়ী সাড়ে ৭টায় (স্থানীয় সময় ৬টা)। সবমিলিয়ে দুবাইয়ে খেলা হবে ২৪টি ম্যাচ। আবুধাবিতে ম্যাচের সংখ্যা ২০টি। শারজা পাচ্ছে ১২টি ম্যাচ। প্লে অফ ও ফাইনাল খেলার ভেন্যু ও দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। সূত্র: দ্য ইন্ডিয়ান টাইমস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *