করোনাভাইরাসের তাণ্ডব থামছেই না, বিশ্বে শনাক্তের সংখ্যা ২ কোটি ৭০ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে পৃথিবীতে করোনা রোগী শনাক্তের সংখ্যা ৩ কোটির দিকে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটা পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭০ লাখ ৬২ হাজার ৭৪৪ জন।

আর এই সময় পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ কোটি ৯১ লাখ ৬২ হাজার ৬৯১ জন। মারা গেছেন ৮ লাখ ৮৩ হাজার ৭৪০ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৬৪ লাখ ৩১ হাজার ১৫২ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৯২ হাজার ৮১৮ জন। সুস্থ ৩৭ লাখ ৭ হাজার।

দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ১ লাখ ২৬ হাজার ২৩০ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪১ লাখ ২৩ হাজার।

ভারতে মোট ৪১ লাখ ১০ হাজার ৮৩৯ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩১ লাখ ৭৭ হাজার ৬৭৩ জন। মারা গেছেন ৭০ হাজার ৬৭৯ জন।

রাশিয়ায় এখন পর্যন্ত ১০ লাখ ২০ হাজার ৩১০ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৭ হাজার ৭৫৯ জন।

মেক্সিকোয় শনাক্ত রোগী ৬ লাখ হলেও মৃত্যুতে অনেক উপরে দেশটি। এখন পর্যন্ত ৬৭ হাজার ৩২৬ জন মারা গেছেন সেখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *