অনলাইন ডেস্ক: পারতপক্ষে রাজনীতি থেকে দূরে থাকেন ‘ওন্ডার ওম্যান’ খ্যাত অভিনেত্রী গ্যাল গ্যাডট। তবে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে বিতর্কে জড়িয়েছেন তিনি। ইসরায়েলের সংখ্যালঘু আরব সম্প্রদায়ের মর্যাদার প্রশ্নে চলছে এ বিতর্ক।
আগামী ৯ এপ্রিল দেশটিতে সাধারণ নির্বাচন। দেশটির সংস্কৃতি মন্ত্রী ও ডানপন্থী ক্ষমতাসীন দলের নেতা মিরি রিগিব নির্বাচনে আরবদের ভোট না দেয়ার আহ্বান জানান। সেখান থেকেই শুরু হয় বিতর্ক। ইসরায়েলের মোট জনসংখ্যার ২০ ভাগ আরব। তাদের দিকে ইঙ্গিত করে নেতানিয়াহুও বলেছিলেন, ইসরায়েল সব নাগরিকের দেশ নয়। এমন বক্তব্যের জন্য সমালোচিতও হন তিনি।
ইনস্টাগ্রামে গ্যাল গ্যাডট বলেছেন, এটা ডান পন্থী কিংবা বামপন্থীর বিষয় নয়। ইহুদি-আরব, নিরপেক্ষ-ধর্মীয় ভেদাভেদের বিষয়ও নয়। এটা সংলাপের বিষয়, যে সংলাপ শান্তি ও সমতার জন্য, এটা আমাদের একে অন্যের প্রতি সহনশীলতার বিষয়। নিজের মতো করেই প্রতিবেশীকে ভালোবাসতে হবে।
গত বছরের জুলাইয়ে ইসরায়েলে ‘জাতীয় রাষ্ট্র আইন’ নিয়ে বেশ বিতর্ক হয় যাতে এটিকে ইহুদি রাষ্ট্র ও রাষ্ট্র ভাষা হিসেবে আরবির বদলে হিব্রুকে প্রাধান্য দেয়া হয়। সূত্র: বিবিসি