করোনাভাইরাসে মৃতের সংখ্যা সাড়ে চার হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৭ জন। এ নিয়ে বাংলাদেশে এই রোগে আক্রান্ত হয়ে মোট মারা গেল চার হাজার ৫১৬ জন। আর এই সময়ের মধ্যে নতুন করে দুই হাজার ২০২ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে মোট তিন লাখ ২৭ হাজার ৩৫৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪১২টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে নতুন আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পরীক্ষা হওয়া নমুনার অনুপাতে শনাক্তের হার ১৪.২৯ শতাংশ।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৪৪ হাজার ৭২৪টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৯.৯০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে তিন হাজার ২৯৮ জন। এদের নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে মোট দুই লাখ ২৪ হাজার ৫৭৩ জন কভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছে। গত এক দিনে যারা মারা গেছে, তাদের মধ্যে পুরুষ ৩০ জন এবং নারী ৭ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যতজন মারা গেছে, তাদের বেশির ভাগেরই বয়স ষাটের বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *