বগুড়া প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় ২২১টি নমুনার ফলাফলে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ জন। এদের মধ্যে ২৭ জন পুরুষ, ৭ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন। আক্রান্তদের ১ জন সোনাতলা, ১ জন দুপচাচিঁয়া, ১ জন কাহালু, ১ জন শাজাহানপুর ও ৩২ জন বগুড়া সদর উপজেলার বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় সুস্থতা লাভ করেছেন ৩১ জন। তবে রবিবার সন্ধ্যায় চিকিৎসা নিতে এসে করোনা উপসর্গে গাবতলী উপজেলার দাড়াইল নামাপাড়ার মোজাহার সরকার (৭০ ) ইন্তেকাল করেছেন। তিনি শ্বাসকষ্ট ও পেটের পীড়ায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সোমবার বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষে ডা. ফারজানুল ইসলাম নির্ঝর এ তথ্য জানান। তিনি জানান, এ পর্যন্ত বগুড়ায় ৩৫ হাজার ১১২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে ৬ হাজার ৯৪৯ জন আক্রান্ত হয়েছেন। সুস্থতা লাভ করেছেন ৫ হাজার ৯১৪ জন। মৃত্যুবরণ করেছেন ১৬০ জন। বর্তমানে বগুড়ার বিভিন্ন হাসপাতাল ও হোমআইসোলেসনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৮৭৫ জন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.