অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যে রবিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৮৮ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে যা ২৩ মে এর পর সর্বোচ্চ।
করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক খুবই উদ্বিগ্ন। তিনি জানিয়েছেন নতুন সংক্রমণে তরুণরা বেশি আক্রান্ত হচ্ছে।
তিনি বলেছেন, আপনার বয়স কতো এটা কোনো ব্যাপার না। যেকোনো বয়সের যেকেউ করোনা আক্রান্ত হতে পারে। আপনার মাধ্যমে অন্যদের মধ্যে ছড়াতে পারে। আপনি যদি বয়সে তরুণ হন তাহলে অনুরোধ করবো আপনার মাধ্যমে যাতে আপনার দাদা-দাদী অথবা নানা-নানী আক্রান্ত না হন। সুতরাং আমাদের সকলের উচিত সামাজিক দূরত্ব মেনে চলা।সূত্র: আল জাজিরা