

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার থানাপাড়া সার্বজনীন পূজা মন্দিরে কালী ও লক্ষী প্রতিমা ভাংচুর ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতের কোন এক সময় এই ঘটনা ঘটেছে বলে ধারনা করছে পুলিশ।
থানাপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি বিশ্বনাথ সাহা বিশু জানান, তারা আজ সকালে এসে দেখতে পাই কেবা কারা মন্দিরের কালী ও লক্ষী প্রতিমা ভাংচুর ও প্রতিমার গায়ে পড়ানো কিছু স্বর্ণের অলৎকার লুট করেছে।
মন্দিরের ২০গজ দুরে পুলিশ ক্লাব থাকা সত্বেও এই প্রতিমা ভাংচুরের ঘটনায় আমরা আতৎকিত। অতিদ্রুত এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তিনি।
কুষ্টিয়া মডেল থানার ওসি নসির উদ্দিন জানান, তদন্ত চলছে, এই ঘটনার সাথে জড়িতদের অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।