অক্সফোর্ডের করোনাভাইরাস টিকার চূড়ান্ত ট্রায়াল স্থগিত

অনলাইন ডেস্ক : অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস টিকার চূড়ান্ত ক্লিনিকাল ট্রায়াল স্থগিত করা হয়েছে। টিকা গ্রহণকারী এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার সকালে এ খবর প্রকাশ করেছে বিবিসি। অ্যাস্টাজেনেকা এটিকে ‘রুটিন’ বিরতি বলে বর্ণনা করেছে।

সারা বিশ্বে বেশ কয়েকটি করোনা টিকার ট্রায়াল চলছে। তার মধ্যে অগ্রগামী ছিল অ্যাস্টাজেনেকা ও অক্সফোর্ডের যৌথ উদ্যোগে তৈরি এ টিকা। তাই এ টিকার চূড়ান্ত ট্রায়াল প্রক্রিয়ার দিকে সারা বিশ্বের মনোযোগ ছিল।
বাজারে আসতে পারে এমন টিকাগুলোর মধ্যে প্রথম দিকেই থাকতে পারে এ টিকা। তাই প্রথম ও দ্বিতীয়ধাপের ট্রায়ালের পর এ টিকা নিয়ে সবার প্রত্যাশাও তৈরি হয়েছিল আকাশচুম্বী। সম্প্রতি এ টিকার তৃতীয় ধাপের ট্রায়াল শুরু করা হয়। এতে ব্রিটেন, ব্রাজিল, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার প্রায় ৩০ হাজার মানুষ অংশ নেয়।

প্রসঙ্গত, তৃতীয় ধাপের ট্রায়ালে সাধারণত হাজার হাজার মানুষ অংশ নেয় এবং এ ট্রায়াল কয়েক বছর ধরে চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *