অনলাইন ডেস্ক : অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস টিকার চূড়ান্ত ক্লিনিকাল ট্রায়াল স্থগিত করা হয়েছে। টিকা গ্রহণকারী এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার সকালে এ খবর প্রকাশ করেছে বিবিসি। অ্যাস্টাজেনেকা এটিকে 'রুটিন' বিরতি বলে বর্ণনা করেছে।
সারা বিশ্বে বেশ কয়েকটি করোনা টিকার ট্রায়াল চলছে। তার মধ্যে অগ্রগামী ছিল অ্যাস্টাজেনেকা ও অক্সফোর্ডের যৌথ উদ্যোগে তৈরি এ টিকা। তাই এ টিকার চূড়ান্ত ট্রায়াল প্রক্রিয়ার দিকে সারা বিশ্বের মনোযোগ ছিল।
বাজারে আসতে পারে এমন টিকাগুলোর মধ্যে প্রথম দিকেই থাকতে পারে এ টিকা। তাই প্রথম ও দ্বিতীয়ধাপের ট্রায়ালের পর এ টিকা নিয়ে সবার প্রত্যাশাও তৈরি হয়েছিল আকাশচুম্বী। সম্প্রতি এ টিকার তৃতীয় ধাপের ট্রায়াল শুরু করা হয়। এতে ব্রিটেন, ব্রাজিল, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার প্রায় ৩০ হাজার মানুষ অংশ নেয়।
প্রসঙ্গত, তৃতীয় ধাপের ট্রায়ালে সাধারণত হাজার হাজার মানুষ অংশ নেয় এবং এ ট্রায়াল কয়েক বছর ধরে চলে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.