Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রয়াল ভারতে চলবে

অনলাইন ডেস্ক : অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিনের ট্রয়াল ভারতে স্থগিত হবে না বলে জানিয়েছে ভারতীয় সংস্থা সেরাম ইনস্টিটিউট (এসআইআই)।

ব্রিটেনে অংশগ্রহণকারী অসুস্থ হয়ে পড়ায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই টিকার ট্রয়াল। এমনই জানিয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। তবে ভারতে এ ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি বলে জানাল সেরাম।
ব্রিটেনে ভ্যাকসিনটির পরীক্ষা নিয়ে অ্যাস্ট্রাজেনেকার রিপোর্ট পাওয়ার পর সেরাম এ দিন জানায়, ‘আমরা ভিন দেশের পরীক্ষা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত হয়ে থাকতে পারে, শিগগিরই তা শুরু হতে পারে। কিন্তু ভারতে এই ভ্যাকসিনের পরীক্ষা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় আমরা স্পষ্ট করে জানাতে চাই, আমরা এখনও পর্যন্ত কোনো নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হইনি।’

প্রসঙ্গত, ভারতে অক্সফোর্ডের ভ্যাকসিন তৈরির জন্য চুক্তিবদ্ধ হয়েছে সেরাম। পুনে-ভিত্তিক সংস্থাটি ইতোমধ্যেই দেশের ১৭টি জায়গায় ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে। কমপক্ষে ১,৬০০ স্বেচ্ছাসেবককে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। যাদের বয়স ১৮-৫৫ বছরের মধ্যে।সূত্র : হিন্দুস্তান টাইমস

Exit mobile version