Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়াল ৯ লাখ

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে।

বুধবার আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।
করোনায় এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৭ লাখ ৩৮ হাজার ছাড়িয়ে। এর মধ্যে ৯ লাখ ১ হাজার ৮৬৬ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে এক কোটি ৯৮ লাখ প্রায় ৩২ হাজার।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ১৪ হাজার ২৩১। মৃত্যু হয়েছে এক লাখ ৯৪ হাজার ৩২ জনের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৭০ হাজার ১২৮। এর মধ্যে ৭৩ হাজার ৯২৩ জনের মৃত্যু হয়েছে।

ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৬৫ হাজার ১২৪। এর মধ্যে এক লাখ ২৭ হাজার ৫১৭ জনের মৃত্যু হয়েছে।

Exit mobile version