সালমান শাহেদ: উৎসবমূখর পরিবেশে কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামে ভোটগ্রহন চলে। ১২১ জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেছেন ১১৫ জন ভোটার। ভোট গ্রহন শেষে সন্ধ্যা ৬ টায় ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসন কর্তৃক নিয়োগপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও জেলা পরিসংখ্যান ব্যুরোর উপ-্পরিচালক মো. আব্দুল আলীম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট পার্থ প্রতীম শীল ও প্রিজাইডিং অফিসার সুখেন পাল।
এতে সভাপতি পদে রাশেদুল ইসলাম বিপ্লব-১১৪ ভোট, সাধারন সম্পাদক পদে সোহেল রানা ১১০ ভোট, সহ সভাপতি পদে মীর আল আরেফিন- ৯৯ ও জামিল হাসান খান খোকন-৯৯, যুগ্ম-সম্পাদক পদে শেখ হাসান বেলাল-১০০ ও ফেরদৌস রিয়াজ জিল্লু ৮৯ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে এস এম রাশেদ ৮৬ ভোট, দপ্তর সম্পাদক পদে নাহিদ হাসান তিতাস ১০০ ভোট, কোষাধ্যক্ষ পদে মিলন উল্লাহ-৮৯ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদ হাসান- ৯৭, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আখতারুজ্জামান মৃধা পলাশ-৯৯, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মাহাতাব উদ্দিন লালন-১০২, নির্বাহী সদস্য পদে আফরোজা আক্তার ডিউ-১১২, তৌফিক তপন-১০৩, তুহিন আহমেদ-৯৮, দেবেশ চন্দ্র সরকার- ৯৫, শাহিন আলী-৯১ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনের সার্বিক তত্বাবধানে ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মো: আসলাম হোসেন। তাকে সহযোগিতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজাদ জাহান। নির্বাচন চলাকালীন সময়ে ভোটকেন্দ্র পরিদর্শন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো: আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান আতা, মডেল থানার ওসি নাসির উদ্দিন। জেলার সকল গণমাধ্যমকর্মীদের পদভারে মুখরিত ছিলো কুষ্টিয়া পৌর চত্বর।