কুষ্টিয়ায় জাতীয় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষন ভাতা প্রদান

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় জাতীয় মহিলা বিষয়ক অধিদপ্তরের ৩ লক্ষ ৬০হাজার টাকা প্রশিক্ষন ভাতা প্রদান।


কুষ্টিয়ায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অধীনে জাতীয় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নগর ভিত্তিক নকশীকাঁথা ও সেলাই প্রশিক্ষন প্রাপ্ত নারীদের মাঝে প্রশিক্ষন ভাতা প্রদান করা হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে প্রশিক্ষনরত ৯০জন মহিলার হাতে ৩ লক্ষ ৬০হাজার টাকা তুলেদেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।


জাতীয় মহিলা সংস্থা কুষ্টিয়া জেলার চেয়ারম্যান জেব-উন-নিসা সবুজএর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর শাহানাজ সূলতানা বনী, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. আফিল উদ্দিনসহ জাতীয় মহিলা সংস্থা কুষ্টিয়া জেলার অন্যান্য সদস্য, আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *