অনলাইন ডেস্ক : এবার ভারতেও স্থগিত হল করোনার অক্সফোর্ডের ভ্যাকসিন ‘কোভিশিল্ড’-এর ট্রায়াল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই প্রতিষেধক তৈরি করছে ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা।
ব্রিটেনে স্থগিত হলেও ভারতে ট্রায়াল চলবে, এমন ঘোষণা দেওয়া হলেও পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ভারতীয় পার্টনার সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।
সেরাম ইনস্টিটিউট জানায়, ব্রিটিশ ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান পুনরায় পরীক্ষা চালুর আগ পর্যন্ত তা স্থগিত থাকবে। মঙ্গলবার যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার ট্রায়াল সাময়িকভাবে স্থগিত করা হয়।
যুক্তরাজ্যে তৃতীয় ও চূড়ান্ত দফা ট্রায়ালে অংশগ্রহণকারী এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়লে ট্রায়াল স্থগিতের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া