ভারতে করোনাভাইরাসে আগের সব রেকর্ড ভাঙল

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস ভয়াবহ রুপ নিয়েছে ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৬ হাজারের বেশী আক্রান্ত হয়েছেন। পৃথিবীর কোনো দেশেই একদিনে এত সংখ্যক মানুষের আক্রান্ত হওয়ার রেকর্ড নেই।

এছাড়াও একই সময়ে করোনায় একদিনে ভারতে মারা গেছেন ১২০৯ জন। আর আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৫৫১ জন। এর মধ্য দিয়ে দেশটিতে আক্রান্ত ছাড়াল ৪৫ লাখ।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৬২ হাজার ৪১৫ জন। আর মারা গেছেন ৭৬ হাজার ২৭১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৫ লাখ ৪২ হাজার ৬৬৪ জন।

করোনায় মহারাষ্ট্রেই মারা গেছেন ২৮ হাজার ২৮২ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত ৮ হাজার ছাড়িয়েছে। তৃতীয় স্থানে থাকা কর্নাটকে মৃতের সংখ্যা ৬ হাজার ৯৩৭।

এদিকে করোনায় আক্রাতের তালিকাতেই শুরু থেকে শীর্ষে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্ত ৯ লাখ ৯০ হাজার। দ্বিতীয় স্থানে থাকা অন্ধ্রপ্রদেশে পাঁচ লাখ ৩৭ হাজার। তামিলনাড়ুতে মোট চার লাখ ৮৬ হাজার জন আক্রান্ত হয়েছেন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী আক্রান্তের সংখ্যা আরও বেশী। শুক্রবার সকালের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয় ৯৬ হাজার ৭৬০ জনের যা দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড। একই সময়ে ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে যা এখন পর্যন্ত সর্বাধিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *