
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার নাজমা লায়লা হাসান (৬৫) নামের এক নারী মারা গেছেন। তিনি সকাল ৮টায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান। তিনি বগুড়া সদরের ফুলবাড়ী মধ্যপাড়ার বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে গত ৩ সেপ্টেম্বর সেখানে ভর্তি হন।
এরপর তার শ্বাসকষ্ট বেড়ে গেলে আইসিইউতে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালের মুখপাত্র আব্দুর রহিম রুবেল এ সব তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা ১৬৯ জনে দাঁড়ালো।
এদিকে বগুড়ায় ২২৪ টি নমুনা ফলাফলে নতুন করে ৩৬ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৪ জন শেরপুর, ২ জন শিবগঞ্জ, ২ জন শাজাহানপুর ও বগুড়া সদরের ২৮ জন রয়েছেন। একই সময় সুস্থতা লাভ করেছেন ৩৮ জন। শুকবার বগুড়া সিভিল সার্জন অফিসের করোনা আপডেট ফেসবুক আইডি থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.