কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে পাখি ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন মাদারীপুরের শিবচরের ইনছান (৩০) ও রমজান (৩৫)।
শনিবার বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের তরুণ মোড় শিপলু ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, অহত অবস্থায় দুইজনকেই কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।