Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

অক্সফোর্ড ফের ভ্যাকসিনের ট্রায়াল শুরু করল

অনলাইন ডেস্ক : পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগে বন্ধ হয়ে গিয়েছিল আক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল। এমনকি ভারতেও ট্রায়াল বন্ধ করে দিতে বলা হয়। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। অবশেষে স্বস্তির খবর দিল অক্সফোর্ড। আজ শনিবার জানানো হল, ফের শুরু করা হয়েছে ট্রায়ালের প্রক্রিয়া। খবর স্কাই নিউজ ও এনডিটিভির।

এক বিবৃতিতে এদিন অক্সফোর্ডের পক্ষ থেকে থেকে জানানো হয়েছে, ইউকে-র সব ট্রায়াল সাইটে ফের ভ্যাকসিনের পরীক্ষা শুরু হয়েছে।
এক বিবৃতিতে অক্সফোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, অক্সফোর্ডের করোনাভাইরাস ভ্যাকসিন যুক্তরাজ্য জুড়ে ক্লিনিক্যাল ট্রায়াল চলবে। এর আগে প্রয়োগের পর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের ‍তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল সাময়িকভাবে স্থগিত করা হয়।

Exit mobile version