Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

স্বর্ণের দাম লাগাতার কমছে

অনলাইন ডেস্ক : কয়েক দিন ধরে বিশ্ববাজারে পতনের মুখে পড়েছে স্বর্ণের দাম। তবে, বড় ব্যবধানে স্বর্ণের পতন শুরু হয় গত মাসেই (আগস্ট)।

রবিবার বিকেলে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণ হাত বদল হয় ১৯৪০.৪৩ ডলারে। যা শনিবারের চেয়ে এক ডলারের কম। এর আগে ৯ সেপ্টেম্বর প্রতি আউন্স স্বর্ণের সবশেষ দাম ছিল ১৯৪৬.৫৬ ডলার। ১০ সেপ্টেম্বর ১৯৪৫.২৩ ডলারে থামে স্বর্ণের লেনদেন। দরপতনের ধারা অব্যাহত থাকে ১১ সেপ্টেম্বরও। আগের দিনের চেয়ে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৩.৭২ ডলার; দিন শেষ হয় ১৯৪১.৫০ ডলারে। ১২ সেপ্টেম্বর আরেক দফা দরপতনে প্রতি আউন্স স্বর্ণের দাম নামে ১৯৪১.৩৬ ডলারে।

Exit mobile version