অনলাইন ডেস্ক : ভারতে ইলিশ রপ্তানির ১২ টনের প্রথম চালান সোমবার বিকেলে বেনাপোল বন্দর দিয়ে রফতানি হয়েছে।
রবিবার ৯ জন ইলিশ রপ্তানিকারককে মোট ১ হাজার ৪৭৫ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
খুলনাস্থ জাহানাবাদ সি ফিশ লিমিটেড নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান ১২ টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করেছেন। প্রতি কেজি ইলিশ মাছ ১০ মার্কিন ডলার মূল্যে রপ্তানি করা হচ্ছে ভারতে। মোট ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের ইলিশ রপ্তানি করা হয় ভারতে।
ভারতের কোলকাতার আমদানিকারক প্রতিষ্ঠান জে কে ইন্টারন্যাশনাল ১২ টন ইলিশ আমদানি করেছে । কাস্টমস এর সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রফতানি করেন মিলা এন্টারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ এজেন্ট।
২০১৯ সালের ১০ অক্টোবর বাংলাদেশ থেকে ইলিশ মাছের সর্বশেষ চালান ভারতে রফতানি করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, এবছর ১ হাজার ৫ শ’ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করার অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, ইলিশ রফতানির প্রথম চালান আজ বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে। দ্রুত রফতানি করার জন্য কাস্টমস এর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।