Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বগুড়ায় নতুন করে ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নতুন করে ৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৯৫ জন।

সোমবার ৬২ জন সুস্থ হলেও মারা গেছেন একজন। জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৯৫ জন। আর মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ১৯৯ জন। এখন পর্যন্ত জেলায় সরকারিভাবে মোট মৃত্যুর কথা বলা হয়েছে ১৭৩ জনের।
বগুড়া জেলা সিভিল সার্জন থেকে জানানো হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ১৮ জন, শেরপুরে চারজন, কাহালুতে তিনজন, শাজাহানপুরে তিনজন, দুপচাঁচিয়ায় দুজন, গাবতলীতে দুজন, নন্দীগ্রাম, সোনাতলা এবং শিবগঞ্জে একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেকে) ২৮৬ নমুনা পরীক্ষার ফলাফলে ২৯ জন পজিটিভ এবং টিএমএসএস-এ ১৩ নমুনা পরীক্ষার ফলাফলে ছয়জন পজিটিভ হয়েছে।

Exit mobile version