নিজস্ব প্রতিবেদক : শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে ভারতীয় সীমান্তে বিএসএফ’র গুলিতে সুমন হোসেন (২৫) নামের এক যুবক আহত হয়েছে। আহত সুমন কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে। আহত সুমনের খালাতো ভাই লাল্টু গুলিবিদ্ধের খবরটি নিশ্চিত করেছেন। সীমান্তের একাধিক সুত্র জানিয়েছেন, গত ১৪ সেপ্টেম্বর সোমবার রাতে গয়ড়া গ্রামের সুমন, শার্শার দাউদখালী গ্রামের শিরাজুল ইসলামের ছেলে জাহিদ, রুদ্রপুর গ্রামের মৃত আমিন উদ্দীনের ছেলে আব্দুল মাজেদ ও জাহাঙ্গীরের ছেলে লিটন সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে যায়। তারা ৩ টি গরু নিয়ে ফিরে আসার পথে ভারতের তেতুল বাড়ীয়া ক্যাম্পের বিএসএফ তাদের আটক করে। এসময় বাকী ৩ জন ১ টি গরু নিয়ে পালিয়ে আসলেও গুলিবিদ্ধ অবস্থায় সুমন দু’টি গরুসহ বিএসএফের হাতে ধরা পড়ে। রুদ্রপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুস সামাদ নিশ্চিত করে জানান, এ ব্যাপার বিএসএফের সঙ্গে মঙ্গলবার সকালে একটি পতাকা বৈঠক করা হয়েছে। বাংলাদেশে পক্ষে ছিলেন সুবেদার মশিউর রহমান ও ভারতের পক্ষে ছিলেন এসি সন্তোষ কুমার।
Posted in সমগ্র জেলা
শার্শা সীমান্তে ভারতীয় বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক আহত
September 16, 2020