Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

সাড়ে তিনশ কোটি ডলারের স্বর্ণ কিনেছে রাশিয়া,গত মাসে

অনলাইন ডেস্ক:রাশিয়া স্বর্ণক্রয়ের মাত্রা বাড়িয়ে দিয়েছে। শুধু গত অক্টোবর মাসেই ৩.৫ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ রিজার্ভ করেছে দেশটি।
দেশটির কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, গত মাসে রাশিয়া স্বর্ণের রিজার্ভ ৭৭.৪৯১ বিলিয়ন ডলার থেকে ৮১.০৫৫ বিলিয়ন ডলারে উন্নিত করেছে। অর্থ্যাৎ ৩.৫৬৪ বিলিয়ন ডলার বেড়েছে।চলতি বছরের শুরু থেকে ৪.৪০৮ বিলিয়ন ডলার মূল্যের র্স্বণ ক্রয় করেছে রাশিয়া। জানুয়ারিতে দেশটির সোনালী খনিজ রিজার্ভের মূল্য ছিল ৭৬.৬৪৭ বিলিয়ন ডলার। আর গত মাসেই তা সর্বোচ্চ পর্যায়ে পৌছেছে।
স্বর্ণ মজুদের ক্ষেত্রে বিশ্বের রাশিয়ার অবস্থান পঞ্চম। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্যমতে, নভেম্বরে রাশিয়ার স্বর্ণ রিজার্ভের পরিমাণ ২০৩৬.২ টনে পৌছেছে।যা বিশ্বের মোট স্বর্ণ মজুদের ১৬.৯ %। এ কারণে রাশিয়া চীন, জাপান,সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্যের আগে চলে গেছে।
উল্লেখ্য, মস্কোর ওপর ওয়াশিংটনের অবরোধ নীতির কারণে সম্প্রতি রাশিয়া মার্কিন বন্ডে বিনিয়োগ প্রত্যাহার করেছে এবং স্বর্ণ মজুদ বাড়িয়েছে।

Exit mobile version