Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ জন

বগুড়া প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে গ্রেফতারের পর তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বগুড়ার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আছলাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার ব্যক্তি সোনাতলা উপজেলার মহিচরন দক্ষিনপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. হাবিবুর রহমান (৩৮)।
ওসি আছলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. আলী আশরাফ ভুঞার দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সোমবার দিবাগত রাত ১২টার সময় উপজেলার মহিচরন দক্ষিনপাড়া এলাকা থেকে হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version