

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে করোনার নিয়ন্ত্রণহীন সময় পেরিয়ে এসেছে ইউরোপের দেশ ইতালি। এমন পরিস্থিতিতে টানা ছয় মাস বন্ধ থাকার পর খুলে দেয়া হলো ইতালির স্কুল। সোমবার স্কুল খোলায় ক্ষুদে শিক্ষার্থীদের পদচারণায় আবারো মুখরিত স্কুল প্রাঙ্গণ।
৯ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর টানা ছয় মাস বন্ধ ছিল স্কুল। তবে করোনায় স্বাস্থ্যবিধি মেনে স্কুলে প্রবেশ করে শিক্ষার্থীরা। তবে সংক্রমণের মধ্যে স্কুল খুলে দেয়ায় বিপরীত হতে পারে এমন আশঙ্কা করছেন অভিভাবকরা।
অন্যদিকে, ইতালির পাশাপাশি ইউরোপের আরেক দেশ স্পেনের স্কুল খুলে দেয়া হয়েছে, সোমবার ১৪ সেপ্টেম্বর থেকে। করোনা কাটিয়ে আবারও শিক্ষার্থীদের পদচারণা মুখরিত হবে এমনটা প্রত্যাশা করছেন অনেকে।