Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় মুক্তি পাওয়া সাজাভোগীদের বিভিন্ন সামগ্রী বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলা কারাগারে সাজা খাটার পর মুক্তি পাওয়া নারী-পুরুষদের মধ্যে পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা কারাগার চত্বরে এক অনুষ্ঠানে ৩৫ জন মুক্তি পাওয়া কারাভোগীর মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ কর্মসূচিতে সহায়তা করেছে আইনজীবীদের বেসরকারি সংগঠন ব্লাস্ট। কারাভোগীদের মধ্যে বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, আলু, মাস্ক ও সাবান।

খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সহায়তা সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন নাহার, জেল সুপার তায়েফ উদ্দিন মিয়া, জেলার এনামুল কবির, বেসরকারি সংস্থা ব্লাস্টের জেলা সমন্বয়ক অ্যাডভোকেট শঙ্কর কুমার মজুমদার, ব্লাস্টের জেলা প্রকল্প কর্মকর্তা অ্যাডভোকেট শ্রাবন্তী মুখার্জী।

অনুষ্ঠানে বক্তরা কারাগার হতে মুক্তিপ্রাপ্ত এসকল নারী-পুরুষকে সমাজের মূল শ্রোতধারায় ফিরে স্বাভাবিক জীবনযাপনের জন্য পরামর্শ প্রদান করেন।

Exit mobile version