সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০ জন অসাধু পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছে র‌্যাব -১২ এর ভ্রাম্যমাণ আদালত

সিরাজগঞ্জ প্রতিনিধি : গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপারমোঃ এরশাদুর রহমান এর নেতৃতে  র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বুধবার  (১৬ সেপ্টেম্বর ২০২০) ১২.০০ ঘটিকা হতে ১৪.০০ ঘটিকা পর্যন্ত  সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকায় বিভিন্ন পেঁয়াজের দোকানে অভিযান পরিচালনাকরেন। এসময়ে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করায় এবং পেঁয়াজ মজুদ করার দায়ে ১০টি দোকনের মালিককে  আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানারসহকারী পরিচালক মোঃ মাসুদ আহম্মেদ (জাতীয় ভোক্তা অধিকার  সংরক্ষণ অধিদপ্তর) নিম্নে বর্ণিত ব্যক্তিদেরকে বিভিন্ন অর্থ দন্ডে দন্ডিত করেন :

অর্থ দন্ডে দন্ডিত ব্যক্তিরা হলেন : ১। কমল আহাম্মেদ  (৪০),  ১,০০০/- ২। মজনু মিয়া (৩৩),  ১,০০০/- ৩।  মোঃ আলম   ৪,০০০/- , ৪।  মোঃ শাখাওয়াত  (৪১),  ২,০০০/- ৫। রওশন(৩৮), ২,০০০/- ৬। মোঃ মজিবুর (৫০) ১,০০০/-৭। মানিক মিয়া (২৯) ১০,০০০/- ৮। রিপন সাহা (৩৫), ২,০০০/- ৯। রাধা রামন (৪৩)  ২,০০০/- ১০। কামরুল উদ্দিন (৪২) ৫,০০০/-মোট জরিমানা-৩০,০০০/- টাকা।

উল্লেখিত ব্যক্তিদের ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮,৪৫ এবং ৫১ ধারায় সর্বমোট ৩০,০০০/- জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *