Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় নকল প্রসাধনী তৈরী কারখানায় র‌্যাবের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোড়াঘাট এলাকায় দুটি প্রসাধনী তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসন ও র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল। এসময় রাণী ক্যামিকলেস ওয়ার্কস ও শিউলী ক্যামিকেলস ওয়ার্কস নামে দুটি প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল প্রসাধনী ও প্রসাধনী তৈরীর কাঁচামাল জব্দ ও নষ্ট করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেওয়া কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ হাসান জানান, এই প্রতিষ্ঠান দুটি কোন ধরনের অনুমতি না নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন নামী দামি ব্যান্ডের প্রসাধনী তৈরী ও বাজারজাত করে আসছে। এছাড়াও বিভিন্ন স্বনামধন্য ব্যান্ডের প্রসাধনীর সাথে কেমিক্যাল মিশিয়ে তাদের নিজস্ব নামে বাজারজাত করে আসছিলো। অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠান দুটির মালিক দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার আইন অনুসারে রাণী ক্যামিকলেস ওয়ার্কসের মালিক সোহেল রানাকে ২ লক্ষ টাকা ও শিউলী ক্যামিকেলস ওয়ার্কসের মালিক বজলুর রহমানকে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি তাদের তৈরীকৃত নকল প্রসাধনী সামগ্রী বিনষ্ট করা হয়।

Exit mobile version