Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ফরিদপুরে শুভ মহালয়া উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন

ফরিদপুর প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে এবং শুভ মহালয়া উপলক্ষে ফরিদপুরে ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠানের আয়োজন করে জেলা পূজা উদযাপন পরিষদ।

এরই অংশ হিসাবে প্রতিবন্ধী শিশু-কিশোর-কিশোরীদের মাঝে আর্থিক সহযোগীতা, পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান করা হয়েছে।
ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে শহরের রথখোলা নন্দালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবন্ধীদের সম্মাননা জানানো হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি প্রফেসর অসীম কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী, জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মোঃ নুরুল হুদা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরুন কুমার মন্ডল, পূজা উদযাপন পরিষদের নেতা প্রশান্ত সাহা, গোপাল দত্ত, পিকে সরকার, গৌতম ভদ্র, ননী গোপাল রায়, রাম দত্ত, শংকর সাহা, তাপস দত্ত, অজয় রায়, সনজিব দাস, শিবু প্রসাদ দাস প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা।

ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ সিআইপির আর্থিক সহযোগীতায় অনুষ্ঠানে ফরিদপুর শহরের ৫০ জন প্রতিবন্ধী শিশু-কিশোর-কিশোরীদের মাঝে নগদ অর্থ, ফল-মিষ্টি, নতুন পোষাক ও সম্মাননা প্রদান করা হয়।

Exit mobile version