রাজবাড়ীতে নতুন করে ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে নতুন করে আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২,৯৫৮ জন।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করে বলেন, গত সোমবার করোনা উপসর্গ নিয়ে রাজবাড়ী থেকে ৮৪ জনের নমুন ঢাকায় প্রেরণ করা হয়। সেখান থেতে বৃহস্পতিবার দুপুরে ১৩ জন আক্রান্ত হয়েছে বলে রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৭ জন, পাংশা উপজেলায় ৪ জন, কালুখালী উপজেলায় ১ জন এবং গোয়ালন্দ উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছে।
সিভিল সার্জন বলেন, করোনা ভাইরাসে শুরু থেকে রাজবাড়ীতে মোট ২৯৫৮ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৪৯৫ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করছে এবং ২৪ জন মৃত্যুবরণ করেছে। বর্তমানে হোম আইসোলেশনে ৪২২ জন চিকিৎসাধীন রয়েছে। ১৭ জন রাজবাড়ী সদর হাসপাতালে করোনা ইউনিটি ভর্তি রয়েছে।

অন্যদিকে করোনা ভাইরাস মোকাবেলায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের নির্দেশনায় পাংশা পৌরসভার বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করেছে পাংশা উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *