আত্নহত্যাকারি হলো রুদ্রপুর গ্রামের আব্দুল্লাহর স্ত্রী সে দুই সন্তানের জননী ছিলো।
স্থানীয়রা মেম্বর আলমগীর জানান,শুক্রবার সকালে ঘটনাটি শুনে ঘটোনাস্থলে এসে দেখি আড়ার সাথে নিথর দেহ ঝুলে আছে। পুলিশের এসে স্থানীয়দের সহায়তায় নিথর দেহ নামানো হয়।নিহতের স্বামী পালাতক আছে।
বাগ আঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান,ঘটনাটি তার স্বামী ও গ্রামের মেম্বর থানায় জানায়। ঘটোনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লাশটি ময়নাতদন্তর জন্য মর্গে পাঠানো হবে।পোষ্টমার্ডার রিপোট হাতে পেলে বিষয়টি বোঝা যাবে।