ফিক্সিং রোধে কড়া নজরদারি আইপিএলে

অনলাইন ডেস্ক : করোনার ধাক্কায় এবার ভারতের বদলে সংযুক্ত আরব আমিরাতে বসতে চলেছে আইপিএল। শনিবার থেকে শুরু আইপিএল’র ১৩ তম সংস্করণ। সংযুক্ত আরব আমিরাতে আইপিএল চলাকালীন ম্যাচ ফিক্সিংয়ের মতো অবৈধ কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে এবার তৎপর বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখার সঙ্গে স্পোর্টর‌্যাডার ইন্টেগ্রিটি সলিউশনকে নিযুক্ত করল বিসিসিআই।

বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে আইপিএল ২০২০-র সঙ্গে স্পোর্টর‌্যাডার ইন্টেগ্রিটি সলিউশন ও স্পোর্টস ডাটা প্রোডাক্ট যুক্ত হওয়ার খবর ঘোষণা করা হয়েছে। শনিবার থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে চলা আইপিএলকে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে ওই সংস্থা। আইপিএল-এ যাতে কোনও রকম ফিক্সিংয়ের ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখবে এই সংস্থা।
কবে কোন ম্যাচ ফিক্সিংয়ের জন্য টার্গেট করতে পারে বুকিরা স্পোর্টর‌্যাডার আগে থেকে বিসিসিআই-কে তার আভাস জানিয়ে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *