অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের চিকিৎসার জন্য দু’টি ওষুধ ফার্মেসিতে বিক্রির অনুমোদন দিয়েছে রাশিয়া। দু’টি ওষুধই জাপান ফুজিফিল্মের তৈরি ফ্যাভিপিরাভির জেনেরিকের।
রাশিয়ার দাবি, ক্লিনিক্যাল ট্রায়ালে এই ওষুধ দুটির ইতিবাচক ফলাফল পাওয়া গেছে।
শুক্রবার আর-ফার্ম জানিয়েছে, করোনাভিরের তৃতীয় ধাপের ট্রায়ালে ১৬৮ জন রোগী অংশ নিয়েছিলেন। ট্রায়াল শেষ হওয়ার পর এর অনুমোদন দেওয়া হয়েছে।
রাশিয়ান গণমাধ্যম মস্কো টাইমস জানিয়েছে, দু’টি ওষুধের একটি অ্যাভিফ্যাভির সোমবার থেকে রাশিয়ার বিভিন্ন ফার্মেসিতে পাওয়া যাবে। ডাক্তারের পরামর্শপত্র দেখিয়ে কেনা যাবে। আরেকটির নাম করোনাভির, এই ওষুধটিও একই দিন থেকে পাওয়া যাওয়ার কথা।
এভাবে ওষুধের অনুমোদন দেয়ার আগে রাশিয়া জাতীয়ভাবে একটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। করোনার টিকা পাওয়ার দৌড়ে তাদের পাশাপাশি এখন পর্যন্ত চীন-যুক্তরাষ্ট্র সবচেয়ে এগিয়ে।
চীনের চারটি ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে আছে। পৃথিবীর অন্য কোনো দেশ এত ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে নিতে পারেনি।