অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। মধ্যপ্রাচ্যে করোনার বিরামহীন তাণ্ডবে ধ্বংসযজ্ঞে পরিণত হওয়া দেশগুলোর একটি ইরান। শনিবার পর্যন্ত ইরানে করোনায় মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র শনিবার জানান, ইরানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৬ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১১৮ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ২ হাজার ৮৪৫ জন।
ইরানে করোনায় মৃতের সংখ্যার পাশাপাশি ক্রমাগত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যাও। দেশটির রাষ্ট্র পরিচালিত টিভি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদার লারিকে উদ্ধৃত করে শনিবার জানিয়েছে, ইরানে গত ২৪ ঘণ্টায় নতুন ২ হাজার ৮৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৯ হাজার ৪৩ জনে।
সিমা সাদার লারি জানান, করোনা সংশ্লিষ্ট জটিলতা নিয়ে শুক্রবার থেকে ১ হাজার ১৪৯ জন ইরানি হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ৬৩২ জন। আর নিবির পরিচর্যা কেন্দ্রে ৩ হাজার ৮৩৯ জন ভর্তি আছেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.