কুষ্টিয়া প্রতিনিধি : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গত ১৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার সময় কুষ্টিয়া সদর থানাধীন ৯৫/৫ এমইউ ভূঁইয়া রোড কোটপাড়া জনৈক মোঃ আকতারুল হক পিতা-মৃত হাতেম আলী মিয়া এর ৪তলা বিল্ডিং এর সামনে পাকা রাস্তার উপর’’ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ভূয়া এনএসআই এর কার্ড-১টি, মোবাইল ফোন-৩টি, সীমকার্ড-৬টিসহ ২ জন তনুজা ইসলাম (২৭), স্বামী-মোঃ কাজী ইকরামুল হক, সাং-কাচের কোল ও মোঃ জাহাঙ্গীর আলম (২৯), পিতা-আঃ লতিফ, সাং-সিদ্ধি, উভয় থানা শৈলকুপা, জেলা-ঝিনাইদহদ্বয়’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় সরকারী কর্মকর্তা ছদ্মবেশ ধারণ করার অপরাধে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের কুষ্টিয়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।
Posted in সমগ্র জেলা
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ২ ভূয়া এনএসআই গ্রেফতার
September 21, 2020