কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মদ ও ফেনসিডিল উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :  কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১৪৭ বোতল মদ ও ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। গতকাল সোমবার সকাল ও রবিবার রাতে উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ উদয়নগর বিওপি’র টহল দল গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চিলমারী পদ্মা নদীর নালার ধারে অভিযান চালিয়ে ৬০ বোতল জেডি মদ উদ্ধার করেছে। অপরদিকে চিলমারী বিওপি’র টহল দল রবিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে মরারপাড়া মাঠে অভিযান চালিয়ে ৭০ বোতল জেডি মদ উদ্ধার করেছে। এছাড়াও জয়পুর বিওপি’র টহল দল একইদিন রাত পৌনে ১০টার দিকে মহিষকুন্ডি মাঠে অভিযান চালিয়ে ৪৭ বোতল ফেনসিডিল ও ১৭ বোতল মদ উদ্ধার করেছে। তবে উদ্ধার হওয়া মাদকের সাথে জড়িত কেউ আটক হয়নি বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *