রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে নতুন করে সাতজনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো তিন হাজার পাঁচজন।
মঙ্গলবার দুপুুরে রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত শনিবার রাজবাড়ীর বিভিন্ন উপজেলা থেকে করোনা উপসর্গ নিয়ে ৬৫ জনের নমুনা ঢাকায় প্রেরণ করা হয়। মঙ্গলবার দুপুরে সাতজন পজিটিভ হয়।
আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার চারজন, পাংশা উপজেলার দুজন ও গোয়ালন্দ উপজেলায় একজন রয়েছে।
রাজবাড়ীতে করোনা রোগীদের মধ্যে ২ হাজার ৬৬৬ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। এছাড়া ২৪ জন মৃত্যুবরণ করেছেন। ৩০১ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন। আর ১৪ জন রাজবাড়ী সদর হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি আছেন।