Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

সারাদেশে করোনাভাইরাস শনাক্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য

অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১৬৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ১৩ জন। এর মধ্যে হাসপাতালে ৩৫ জন, বাড়িতে দুই জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৪৪ জনে দাঁড়াল।
আর মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে তিন লাখ ৫২ হাজার ২৮৭ জন হলো।

ওই ২৪ ঘণ্টায় ১০২টি পরীক্ষাগারে ১৩ হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয় ১৪ হাজার ১৫০টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা হলো ১৮ লাখ ৬২ হাজার ৬৫৭টি।

Exit mobile version