”শিক্ষাপ্রতিষ্ঠান আংশিকভাবে খুলে দেয়ার কোনো সুযোগ নেই”

অনলাইন ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, করোনা পরিস্থিতি অনুকূলে না এলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। আংশিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কোনো সুযোগ নেই।

করোনা মহামারিতে প্রায় সাত মাস ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। কবে পুনরায় খোলা যাবে তার নিশ্চয়তা নেই। করোনা পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়গুলো আংশিক খুলে দিতে মাঠ পর্যায়ের শিক্ষকেরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছেন। তাদের এ প্রস্তাবে সায় দেওয়ার সুযোগ নেই বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
এছাড়া ১ নভেম্বর থেকে সংক্ষিপ্ত পাঠ পরিকল্পনা প্রণয়ন করে তা প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি (নেপ)। সেই হিসেবে অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি অনুকূলে না এলে নভেম্বরেও খোলা হবে না।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, যত কিছু করা হোক না কেন, করোনা পরিস্থিতি অনুকূলে না এলে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা হবে না। যতদিনে করোনার প্রকোপ নিয়ন্ত্রণে না আসবে ততদিনে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিতে পারি না।

মো. আকরাম-আল-হোসেন জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। পরিস্থিতি অনুকূলে না আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। যে যাই প্রস্তাব দিক প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছেন শীতে করোনা বাড়তে পারে, সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত নেব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *