সিরাজগঞ্জ প্রতিনিধি : গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এর নেতৃত্বে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল শনিবার (২৬সেপ্টেম্বর ২০২০ খ্রীঃ) তারিখ ০৩.১০ ঘটিকা এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হাটিকুমরুলচড়িয়া কালিবাড়ি ০১ নং ব্রিজের পূর্ব পাশের্ হাইওয়ে রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চাঁপাইনবাবগঞ্জ টু ঢাকাগামী যাএীবাহী বাস সোনিয়া এন্টার প্রাইজ(ঢাকা মেট্রো-ব-১১-৩৭০১) এতল্লাশী চালিয়ে ৯২ বোতল ফেন্সিডিল, ০১ টি মোবাইল ও ০১ টি সিম সহ ০১ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী মোসা রিপা বেগম(২৬),স্বামী- মো: কালাম হোসেন, পিতা মো: মজনু মিয়া ,সাং-বাবলাবোনা, থানা- শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের ৩৬(১) সরনীর ১৩(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃতআলামতসহ তাহাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।