অনলাইন ডেস্ক : ইংল্যান্ডে করোনাভাইরাস বিষয়ক বিধিনিষেধ ভঙ্গ করলেই সোমবার থেকে ১০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হবে। কারো করোনাভাইরাস পজেটিভ পাওয়ার পর তাকে আইসোলেশনে থাকতে বলা হবে। তিনি যদি তা না মানেন তাহলে তাকে ওই পরিমাণ জরিমানা করা হবে। খবর বিবিসির।
বৃটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ফলে বাধ্য হয়ে সরকার এমন ব্যবস্থা নিয়েছে। শীত মৌসুমও আসন্ন। এ সময়ে ফ্রন্ট লাইনে থাকা স্বাস্থ্যকর্মীদের পিপিই সরঞ্জাম সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে সরকার।
দেশটির স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে, নভেম্বর থেকে চার মাসের জন্য পর্যাপ্ত পিপিই সরঞ্জাম মজুদ রয়েছে। তবে সেলফ আইসোলেশনের বিধি ভঙ্গকারীকে এক হাজার পাউন্ড থেকে জরিমানা বৃদ্ধি করে ১০ হাজার পাউন্ড পর্যন্ত করা হতে পারে। করোনাভাইরাসের হটস্পটগুলোতে এই নিয়ম লোকজন মানছে কিনা তা চেক করবে পুলিশ কর্মকর্তারা। এক্ষেত্রে স্থানীয় গোয়েন্দা তথ্য তারা ব্যবহার করবে বলে জানা গেছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.