‘বিশ্বের সবচেয়ে বড় মোটরসাইকেল’

অনলাইন ডেস্ক : ভারতের গুজরাটের ভরত সিং নামে এক ব্যক্তি ৮৬ ফুট দৈর্ঘ্যের একটি মোটরসাইকেল বানিয়েছেন। আর এটি বিশ্বের সবচেয়ে বড় মোটরসাইকেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

১২৫ সিসি বাজাজ ডিসকভার সাধারণ বাইককে বিশেষ পদ্ধতিতে ৮৬ ফুট দৈর্ঘ্যে দেওয়া এই মোটরসাইকেল গিনেস বুকে স্থান করে নিয়েছে।
জানা যায়, দু’চাকার মোটরসাইকেলটির দৈর্ঘ্য ২৬.২৯ মিটার বা ৮৬ ফুট। মূলত ১২৫ সিসি বাজাজ ডিসকভারের সাধারণ বাইকটিকে ‘চেন ড্রাইভ’ মেকানিজম পদ্ধতির মাধ্যমে ভরত সিং ৮৬ ফুট লম্বা করেন।

যদিও ভরত সিং ঘোষণা দিয়েছে, এই বাইকটিকেই দৈর্ঘ্যে আরও ১৪ ফুট বাড়িয়ে ১০০ ফুট লম্বা বাইক বানাতে চান তিনি। তবে বিশ্বের এই সবচেয়ে দীর্ঘ মোটরসাইকেলটি রাস্তায় চালানো সম্ভব হবে কিনা তা বলা মুশকিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *