Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

চালের দাম বেঁধে দিল সরকার

অনলাইন ডেস্ক : মিনিকেট চাল (মিলগেট মূল্য) প্রতি ৫০ কেজি বস্তার মূল্য ২ হাজার ৫৭৫ টাকা এবং মাঝারি চাল প্রতি ৫০ কেজি বস্তার মূল্য ২ হাজার ২৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। এ মূল্য বাস্তবায়ন না হলে ১০ দিনের মধ্যে সরকার সরু চাল আমদানির অনুমতি দেবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার খাদ্য ভবনের সম্মেলন কক্ষে চালকল মালিক ও চাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকে প্রতি ৫০ কেজি বস্তা মিনিকেট চালের দাম ২ হাজার ৫৭৫ টাকা, আটাশ চাল প্রতি ৫০ কেজি বস্তার দাম ২ হাজার ৩০০ টাকা নির্ধারণ করে দেন মন্ত্রী।

এতে চাল ব্যবসায়ীরা আপত্তি জানালে ১৫ দিন আগে চাল যে দাম ছিল সেই দামে বিক্রির নির্দেশ দেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম ১৫ দিন আগে যা ছিল সে দামেই পুরো অক্টোবর বিক্রি করতে হবে। কোনোভাবেই চালের দাম বাড়ানো যাবে না। অন্যথায় সরকার চাল আমদানির অনুমতি দেবে বলে জানান তিনি।

Exit mobile version