Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

চলতি মাসে দেশে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

অনলাইন ডেস্ক : চলতি মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। এই আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অক্টোবর মাসের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগারগাঁওয়ের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা শেষে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষজ্ঞরা জানান, অক্টোবর মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অক্টোবরের তৃতীয় সপ্তাহের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহ বাংলাদেশ থেকে বিদায় নেবে। এ মাসে দেশের প্রধান নদনদীতে স্বাভাবিক প্রবাহ বিরাজ থাকতে পারে। চলতি মৌসুমী বায়ু সম্পর্কে বলা হয়েছে, এ মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে মৌসুমী বায়ু বিদায় নেবে। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে বিদায় ঘটবে বর্ষার।

Exit mobile version